জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনয়ে বেশ লম্বা একটা বিরতি দিয়েছেন। গত বছর তার ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি মুক্তির পর এই অভিনেত্রীর নতুন কোন কাজের খবর পাওয়া যায়নি। পুরনো কোন কাজও সেভাবে ছিল না তার। তবে অস্ট্রেলিয়া থেকে ফিরেই নতুন সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। বিএফডিসিতে ‘তছনছ’ নামের একটি ছবির শুটিং হয়েছে। এ সিনেমার এখন চলছে টাঙ্গাইলে। এটি নির্মাণ করছেন বহু হিট সিনেমার নির্মাতা বদিউল আলম খোকন। ‘তছনছ’ ছবিতে ববির বিপরীতে অভিনয় করছেন মুন্না খান। এই মুন্না খান সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ব্র্যান্ড প্রোমোটার বর্ষা চৌধুরীর সঙ্গে সিনেমা ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। এদিকে, ‘তছনছ’ সিনেমায় ববিকে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে। একটি চরিত্রে সহজ-সরল তরুণী, অন্যটিতে প্রতিবাদী রূপে হাজির হবেন এ নায়িকা। নতুন এ অভিজ্ঞতা নিয়ে ববি বলেন, ‘এর আগে বিভিন্ন...