মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যু ছুঁয়েছে ২০০ জনে। বুধবার রোগটিতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তার। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১০০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন এবং রংপুর বিভাগে ২২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গুতে এখন পর্যন্ত যে ২০০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৯৫ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি...