লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বুধবার সকাল ১০টায় পাটগ্রাম উপজেলার ৮ নং বুড়িমারী ইউনিয়ন যুবদলের আয়োজনে বিনামূল্যে এ চক্ষু সেবা দেওয়া হয়। দিনব্যাপী চলে বিনামূল্যে এ চক্ষু সেবা ক্যাম্প। এতে প্রায় দুই শতাধিক রোগীকে চক্ষু সেবা দেওয়া হয়। বুড়িমারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে চক্ষু রোগীরা চোখের নানান সমস্যা নিয়ে সেবা নিতে আসে। সেবা নিতে আসা বিভিন্ন চক্ষু রোগীর সাথে কথা হলে তারা বলেন, আমরা গরিব মানুষ, রংপুর বা অন্য কোথাও গিয়ে চোখের চিকিৎসা নেওয়ার মতো আমাদের সামর্থ্য নাই। সেবা নিতে আসা রহিমা বেগম (৫৫) বলেন, বাবা, দুই চোখে ঝাপসা দেখি, গরিব মানুষ চিকিৎসা করার টাকা নাই। শুনলাম বুড়িমারীতে বিনামূল্যে চিকিৎসা দিবে, তাই আসলাম। রইজ...