ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি যেন প্রতিবারই নতুন চমক নিয়ে হাজির হন অনুরাগীদের সামনে। সিনেমা থেকে ব্যক্তিজীবন—সবকিছুই তিনি খোলামেলা ভাগ করে নেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার তার দেখা মিলল একেবারেই ভিন্ন রূপে। দুই সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য ও সাফিরা সুলতানা প্রিয়মকে টিকা দিতে হাসপাতালে যান পরীমণি। বুধবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, কালো রঙের বোরকা পরে সন্তানদের নিয়ে বের হচ্ছেন পরীমণি। গাড়ির ভেতরে মা-সন্তানের কথোপকথন আর খুনসুটির দৃশ্যও ধরা পড়েছে সেখানে। এরপর হাসপাতালে ভ্যাকসিন নেয় রাজ্য ও প্রিয়ম।আরো পড়ুন:এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি, পরীমণির ইঙ্গিতপূর্ণ পোস্টনতুন প্রেমের আভাস দিলেন পরীমণি, কে সেই প্রেমিক? এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি, পরীমণির ইঙ্গিতপূর্ণ পোস্ট ভিডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, “আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা...