চাকরির সাক্ষাৎকার নিয়ে তরুণ-তরুণীদের বড় দুশ্চিন্তা থাকে—কীভাবে নিজেকে উপস্থাপন করবেন, কীভাবে প্রশ্নের উত্তর দেবেন, আর সেই চাপ সামলাবেন কেমন করে। এবার সেই প্রস্তুতির তালিকায় যুক্ত হলো ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তি। যুক্তরাজ্যের বার্কশায়ারের স্লাউ শহরে সলথিল ডিজিটাল নামের একটি প্রতিষ্ঠান নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। ১৮ থেকে ২৫ বছর বয়সি ৩৫ জন তরুণ-তরুণীকে বিনা খরচে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণের সুযোগ। ভিআর হেডসেট ব্যবহার করে অংশগ্রহণকারীরা পাবেন মক ইন্টারভিউর অভিজ্ঞতা, যেন তারা সত্যিকারের সাক্ষাৎকার কক্ষে বসে আছেন। সলথিল ডিজিটালের পরিচালক বেন মিচেল জানান, ‘আমরা চাই তরুণেরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আত্মবিশ্বাসী হোক। কৃত্রিম বুদ্ধিমত্তা আর ভিআরের মাধ্যমে আমরা মক ইন্টারভিউ নেব, কভার লেটার ও সিভি লেখায় সহায়তা করব। এতে তরুণরা চাকরির জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারবে।’আরও পড়ুনআরও পড়ুনক্যাশ বিভাগে লোকবল নেবে ইসলামী ব্যাংক এই...