দুর্গাপূজার জমকালো পরিক্রমা শেষে নবমীর সকালে ঢাকায় ফিরেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে বেশিদিন নয়, বিজয়া বিসর্জনের পর আবার কলকাতায় যাবেন তিনি। ঢাকায় ফেরার আগে কলকাতার দুর্গাপূজার উচ্ছ্বাসে ছিলেন মেতে। রাত জেগে ঠাকুর দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা, ভোগ খাওয়া—কোনো আনন্দই মিস করেননি জয়া। ভারতীয় এক গণমাধ্যমকে তিনি বলেন, ‘দারুণ লেগেছে। পূজা পরিক্রমাও করেছি।’ জয়া যে কম্পাউন্ডে থাকেন, সেখানে বেশ ঘটা করে দুর্গাপূজা হয়। বিশাল মণ্ডপ, প্রতিমা দেখতে প্রচুর মানুষ আসেন। কলকাতার পূজা শেষ করেই বাংলাদেশের পূজায় অংশ নিতে চেয়েছেন তিনি। তাই তড়িঘড়ি বিমানে ওঠা।...