বিসিবি নির্বাচন যেন একটি থ্রিলার সিনেমার গল্প। কদিন আগেই দুদকের তদন্তে নাম আসা ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল হয়েছিল, এরপর আপিল বিভাগের রায়ে সেটি ফিরে আসে। তবে গতকাল আবার ফের জানা যায় ১৫ ক্লাব বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে না। এরপর গতকাল রাত থেকেই গুঞ্জন শুরু হয়, আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন তামিম ইকবাল। আজ সকালে তামিমসহ পরিচালক পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন প্রায় ১৫ জন প্রার্থী। মনোনয়ন প্রত্যাহার করার দিনে এক্সিউম ক্রিকেটার্স থেকে পরিচালক পদের প্রার্থী ইসরাফিল খসরু বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ এনেছেন। নিজের মনোনয়ন প্রত্যাহারের পর গণমাধ্যমে তিনি বলেন, ‘সরকারের একটি গোষ্ঠী এখানে নগ্নভাবে হস্তক্ষেপ করছে। আপাতত এটুুকুই বলতে পারি। আমাদের পুরো বক্তব্য শিগগিরই সংবাদ সম্মেলন করে জানানো হবে।’ ইসরাফিল খসরুর...