কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কৃতি সন্তান, এনটিভির সাবেক বার্তা সম্পাদক প্রয়াত তাজুল ইসলাম সীমান্ত খোকন স্মরণে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়ভূমি তাড়াইল’র উদ্যোগ ও আয়োজনে সুবিধাবঞ্চিত আবুল কাশেমকে জীবিকা নির্বাহ করতে একটি অটোরিকশা দেওয়া হয়েছে। বুধবার তাড়াইল উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে আবুল কাশেমের হাতে অটোরিকশার চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন। ইউএনও পপি খাতুন বলেন, গুণী সাংবাদিক সীমান্ত খোকনকে স্মরণ ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে প্রিয়ভূমি তাড়াইলের এই মানবিক কর্মসূচি সমাজের প্রান্তিক মানুষদের আত্মনির্ভরশীল করে তোলার এক অনন্য প্রয়াস। আশা করি এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রিয়ভূমি তাড়াইলের এডমিন অ্যাডভোকেট মাহমুদুল হাসান মাসুম বলেন, সীমান্ত খোকন শুধু একজন সাংবাদিকই ছিলেন না, সমাজ ও মানুষের প্রতি তার ছিল অপরিসীম দায়বদ্ধতা। তার স্মৃতিকে ধারণ করে...