ঘরোয়া লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পরাজয়ের ৭২ ঘণ্টা পর চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিপক্ষেও হারের ধাক্কা। পরপর দুটি অপ্রত্যাশিত ফলে লিভারপুল শিবিরে আত্মবিশ্বাসে বড় চোট লাগারই কথা। তবে সতীর্থদের অজানা আশঙ্কায় ভীত না হয়ে, উন্নতির তাগিদ দিলেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ঘরের মাঠে মঙ্গলবার রাতে লিগ পর্বের ম্যাচে ইংলিশ চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়েছে তুরস্কের ক্লাব গালাতাসারাই। একমাত্র গোলটি করেছেন ভিক্টর ওসিমেন। এটা ছিল মৌসুমে লিভারপুলের টানা দ্বিতীয় হার। এর আগে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অন্তিম সময়ের গোলে হেরে যায় আর্না স্লটের দল। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে জয়ে ফেরার আশায় মাঠে নেমে জোর ধাক্কা খেল তারা। টানা দুই ম্যাচ হারের পর অ্যামাজন প্রাইমের সঙ্গে আলাপকালে নিজেদের পারফরম্যান্সের সমালোচনা করেন ডাচ সেন্টার-ব্যাক ফন ডাইক। “আমি হারতে অপছন্দ করি। অবশ্য ভয়ের...