এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি এশিয়া কাপ ফাইনালের পর ট্রফি নিজের কাছে রেখে দিয়েছিলেন। তবে আজ একাধিক সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ জানিয়েছে, বর্তমানে এশিয়া কাপের ট্রফি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ক্রিকেট বোর্ডের কাছে আছে।তবে সেটি কবে এবং কীভাবে ভারতের হাতে পৌঁছাবে, তা এখনও নিশ্চিত নয়। ফাইনালের পর বিজয়ী ভারতীয় দলকে ট্রফি না দেওয়ায় বিসিসিআই (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) তার অভিশংসনের দাবি তুলেছে বলে জানা গেছে। এনডিটিভি সূত্রে জানা যায়, বিসিসিআইয়ের একাংশের নেতৃত্বে সম্প্রতি অনুষ্ঠিত এসিসির ভার্চুয়াল বৈঠকে নাকভিকে সরাসরি চ্যালেঞ্জ জানানো হয়। কর্মকর্তাদের অভিযোগ, নকভি দায়িত্ব ও প্রটোকল ভঙ্গ করেছেন, যা স্পষ্টভাবে ‘অফিসের অপব্যবহার’। দায়িত্ব ও প্রটোকল লঙ্ঘন: বিজয়ী ভারতীয় দলকে ট্রফি না দেওয়া, যা এসিসি সভাপতির মৌলিক দায়িত্বের পরিপন্থী। স্বার্থের দ্বন্দ্ব...