প্যারিস ফ্যাশন উইকে যেন এক মুহূর্তেই সবার নজর কেড়ে নিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ল’রিয়াল প্যারিস স্প্রিং ২০২৬-এর আঙ্গিনায় মণীশ মালহোত্রার ডিজাইন করা ঝলমলে শেরওয়ানিতে রাজকন্যার রূপে ধরা দিলেন এই সুন্দরী। ছবি: ইনস্টাগ্রাম থেকে দুই দশকেরও বেশি সময় ধরে ল’রিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে ঐশ্বরিয়া শুধু ব্র্যান্ডের মুখই নন; তিনি সৌন্দর্য, আত্মবিশ্বাস ও শক্তির এক নতুন সংজ্ঞা গড়ে তুলেছেন আন্তর্জাতিক মঞ্চে। এই পোশাকে যেন প্রতিটি সূক্ষ্ম নকশায় বলেছে শক্তি, মর্যাদা আর আত্মবিশ্বাস এক সঙ্গে থাকা যায়। এবারের প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া যেন পুরো লাইমলাইট নিজে দখল করেছেন। মঞ্চে তার আগমনই যেন নতুন ইতিহাসের সূচনা। মণীশ মfলহোত্রার কাস্টম-মেড শেরওয়ানি, যেখানে ভারতীয় ঐতিহ্য মিলিত হয়েছে আধুনিক হাই-ফ্যাশনের সঙ্গে, তাকে পরিপূর্ণ আভিজাত্য দিয়েছে। শেরওয়ানির প্রতিটি কোণায় ঝলমল করছে হীরাখচিত কারুকাজ। উঁচু কলার, স্প্লিট নেকলাইন...