রংপুরের পীরগাছার পর এবার মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলাতেও অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে নয়জনের শরীরে সংক্রামক এই রোগ শনাক্ত করেছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এর বিশেষজ্ঞরা। স্বাস্থ্য বিভাগ বলছে, জুলাই ও অগাস্টে পীরগাছা উপজেলায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন। একই সময়ে এ রোগে উপজেলার চারটি ইউনিয়নে অন্তত দুই শতাধিক ব্যক্তি আক্রান্ত হন। পরে অসুস্থ গরুর মাংসের নমুনা পরীক্ষা করে অ্যানথ্রাক্স শনাক্ত করে প্রাণিসম্পদ বিভাগ। দেশে রোগের প্রকোপ ও প্রাদুর্ভাব নজরদারি করা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক তাহমিনা শিরীন বলেন, ১৩ ও ১৪ সেপ্টেম্বর আইইডিসিআরের একটি প্রতিনিধিদল পীরগাছা সদর এবং পারুল ইউনিয়নের অ্যানথাক্সের উপসর্গ থাকা ১২ জনের নমুনা সংগ্রহ করে; যার মধ্যে আটজনের শরীর অ্যানথ্রাক্স শনাক্ত হয়। তিনি বলেন, একইসঙ্গে মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলাতেও সংক্রামক এই রোগের প্রাদুর্ভাবের খবর...