নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটিতে জয়ে শুভ সূচনা করেছে অস্ট্রেলিয়া। টিম রবিনসনের ৬৬ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংসে ১৮১ পুঁজি গড়ে নিউজিল্যান্ড। চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। টসে জিতে স্বাগতিকদের ব্যাটে পাঠায় অস্ট্রেলিয়া। রবিনসনের ক্যারিয়ারের প্রথম শতকে নিউজিল্যান্ড ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া ১৬.৩ ওভারে ৬ উইকেট হাতে রেখে ১৮৫ করে ফেলে। ১৮২ রানে লক্ষ্যে খেলতে নেমে ট্রাভিস হেড ও মিচেল মার্শ গড়েন ৬৭ রানের ওপেনিং জুটি। ট্রাভিস হেড সাজঘরে ফেরেন ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলে। অজি ক্যাপ্টেন মার্শ খেলেন ৪৩ বলে ৮৫ রানের ইনিংস, ৯ চার ও ৫ ছয়ে সাজানো...