কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা সানড্যান্স ইনস্টিটিউট ঘোষণা করেছে প্রথমবারের মতো প্রবর্তিত ‘সানড্যান্স ইনস্টিটিউট ফিল্মমেকারস ফান্ড’। যেখানে নির্বাচিত হয়েছে ১০টি সিনেমা প্রজেক্ট। এই ফান্ডের মাধ্যমে বিশ্বব্যাপী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করা শিল্পীদের মাঝে ১,২০,০০০ মার্কিন ডলার অনুদান প্রদান করছে। নির্বাচিতরা আসছেন ইনস্টিটিউটের ছয়টি প্রোগ্রাম থেকে: ফিচার ফিল্ম প্রোগ্রাম, ডকুমেন্টারি ফিল্ম প্রোগ্রাম, ইন্ডিজেনাস প্রোগ্রাম, ক্যাটালিস্ট, আর্টিস্ট এক্সিলারেটর প্রোগ্রাম এবং ইগনাইট। এই অনুদান ইনস্টিটিউটের আর্টিস্ট এক্সিলারেটর প্রোগ্রাম-এর অংশ, যা সারা বছরব্যাপী ফেলোশিপ, অর্থায়ন এবং শিল্পীদের জন্য সহায়তা প্রদান করে শিল্প বিকাশকে উৎসাহিত করে। আর্টিস্ট এক্সিলারেটর প্রোগ্রাম ও উইমেন অ্যাট সানড্যান্স ইনস্টিটিউট পরিচালক হাজনাল মলনার-সজাকাচ বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে ২০২৫ সালের প্রথম অনুদান প্রাপকদের নাম ঘোষণা করছি। এই অংশীদারিত্ব আমাদের শিল্পীদের গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করতে সক্ষম করছে, যাতে তারা সাহসী ও সৃজনশীল...