কলম্বো, ৩০ সেপ্টেম্বর — খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় বৃদ্ধির কারণে চলতি বছরের সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কার মুদ্রাস্ফীতি ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার দেশটির পরিসংখ্যান বিভাগ এই তথ্য জানিয়েছে।সরকারি তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে বার্ষিক মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ১.৫ শতাংশ, যা আগস্টে ছিল ১.২ শতাংশ। গত বছরের একই সময়ে এ হার ছিল মাত্র ০.৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে মুদ্রাস্ফীতির হার প্রায় তিনগুণ হয়েছে।পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরে খাদ্যের দাম বেড়েছে ২.৯ শতাংশ, আর খাদ্যবহির্ভূত পণ্যের দাম সামান্য ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে গত বছরের জুলাইয়ের পর এবারই সর্বোচ্চ মুদ্রাস্ফীতি রেকর্ড হলো, তখন এ হার ছিল ২.৪ শতাংশ।শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি আরও বাড়তে পারে এবং তা পাঁচ শতাংশের কাছাকাছি পৌঁছাতে পারে।তিন বছর আগে, ২০২২ সালে, দেশটি ভয়াবহ অর্থনৈতিক...