০১ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ পিএম রাজবাড়ীতে বরফ ভাঙা মুগুর দিয়ে নমিতা রানী মালো নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তিনি সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের আনন্দ কুমার মালোর স্ত্রী। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। পুলিশ পুষ্প রানী মালো (৩৫) ও আভা রানী মালো (৫৫) নামে ২ জনকে গ্রেপ্তার করেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাজবাড়ী সদর থানার সুলতানপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের মৃত অখিলী কুমার মালোর ছেলে আনন্দ কুমার মালো (৬৫) বাদী হয়ে সদর থানায় এ মামলাটি দায়ের করেন। নমিতা রানী মালো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় গত রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মারা যান। হামলার ঘটনাটি ঘটে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার সময় রাজবাড়ী সদর থানার...