এশিয়া কাপে দুর্দান্ত নেপুণ্যের স্বীকৃতি পেয়েছেন পাকিস্তানের সাইম আয়ুব। টি–টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন তিনি। ভারতের ওপেনার অভিষেক শর্মা অবশ্য সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ড ভেঙেছেন। ব্যাটিং তালিকার এক নম্বরে দাপট ধরে রেখেছেন তিনি। এশিয়া কাপে বল হাতে দারুণ ছন্দে ছিলেন সাইম। ছয় ইনিংসে আট উইকেট শিকার করেন, যেখানে ওভারপ্রতি খরচ করেন মাত্র ৬.৪০ রান। তবে ব্যাট হাতে মাত্র ৩৭ রান আসায় সে বিভাগে খুব একটা আলো ছড়াতে পারেননি। তবু হার্দিক পান্ডিয়াকে টপকে চার ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন এই পাকিস্তানি তারকা। দ্বিতীয় স্থানে নেমে গেছেন পান্ডিয়া। আফগানিস্তানের মোহাম্মদ নবী নেমে গেছেন এক ধাপ, আছেন তিন নম্বরে। শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন নেপালের দীপেন্দ্র সিং এইরি ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। অন্যদিকে ব্যাট হাতে দুর্দান্ত অভিষেক শর্মা শ্রীলঙ্কার বিপক্ষে হাফসেঞ্চুরি করায় তার রেটিং...