প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স থিয়েটারে পারফর্ম করতে যাচ্ছে ব্যান্ড ‘অ্যাশেজ’। ঐতিহাসিক এই স্থানে দলটি পারফর্ম করবে আগামী ৫ অক্টোবর। কনসার্টের জন্য ‘অ্যাশেজ’ উড়াল দিচ্ছে শুক্রবার। কনসার্ট শেষ করে ৯ অক্টোবর দেশে ফিরবে দলটি। এটি তাদের যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সফর। উচ্ছ্বাস প্রকাশ করে ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান বলেন, “কুইন্স থিয়েটারে আমরা একক শো করতে যাচ্ছি। আমরা খুব এক্সাইটেড। এই জায়গার কথা অনেক শুনেছি। আমরা অপেক্ষায় সেখানকার দর্শকদের সেরা মুহূর্ত উপহার দিতে।” এই গায়ক বলেছেন, দেশে ও দেশের বাইরে দলটির কনসার্টের সংখ্যা আগে থেকে বেড়েছে। গেল জুলাইয়ে কানাডার পাঁচটি শহরে কনসার্ট করেছে দলটি। কুইন্স থিয়েটার নিউ ইয়র্কের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত মঞ্চটি মূলত আঞ্চলিক ও কমিউনিটি থিয়েটারের জন্য ব্যবহৃত হত। ১৯৯৩ সালে এটি সম্প্রসারণ ও আধুনিকায়ন করে আরও...