আদিম মানুষ হিসেবে পরিচিত নিয়ান্ডারথালদের পায়ের ছাপ আবিষ্কার করেছেন পর্তুগালের লিসবন বিশ্ববিদ্যালয়ের কার্লোস নেটো ডি কারভালহো ও সেভিল বিশ্ববিদ্যালয়ের ফার্নান্দো মুনিজের নেতৃত্বে একদল বিজ্ঞানী। পর্তুগালে আবিষ্কার হওয়া পায়ের ছাপগুলো প্রায় ৭৮ হাজার থেকে ৮২ হাজার বছরের পুরোনো। এই আবিষ্কারের মাধ্যমে পর্তুগালকে নিয়ান্ডারথাল সম্পর্কে গবেষণার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। বিজ্ঞানীদের তথ্যমতে, মন্টে ক্লেরিগো ২৮ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি কোণে নেমে আসা একটি বালিয়াড়ির ঢালে আদি মানুষের একাধিক পায়ের ছাপযুক্ত পথ শনাক্ত করা হয়েছে, যার মধ্যে পৃষ্ঠের প্রায় ২২ বর্গমিটার ওপরে অন্তত পাঁচটি ছোট পথ এবং ২৬টি একক পায়ের ছাপ পাওয়া গেছে। সৈকতে পাওয়া নিয়ান্ডারথালদের পায়ের ছাপের কারণ ধারণা করা হচ্ছে, নিয়ান্ডারথালরা পাহাড়ের ওপরে ও নিচে চলাচল করত। পায়ের ছাপের দৈর্ঘ্য পর্যালোচনা করে নিয়ান্ডারথালদের শরীরের উচ্চতা অনুমান করেছেন বিজ্ঞানীরা। আকারে...