দুর্গাপূজার ছুটির মাঝেই সীমিত পরিসরে কাস্টমস ও বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে দেওয়া নির্দেশনায় বুধবার (১ অক্টোবর) এবং বৃহস্পতিবার (২ অক্টোবর) সরকারি ছুটি থাকলেও কাস্টমস কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার তওফিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বুধবার সকালে বেনাপোল কাস্টমস ও বন্দর এলাকায় ঘুরে দেখা গেছে, কর্মকর্তাদের উপস্থিতিতে অফিস সচল থাকলেও ব্যবসায়ীদের অনুপস্থিতির কারণে কার্যক্রম পুরোপুরি গতি পায়নি। ফলে রাজস্ব আদায়ের কার্যক্রমও কার্যত ব্যাহত হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ফারুক ইকবল ডবলু বলেন, হঠাৎ করে জানানো হলো কাস্টমস ও বন্দর খোলা থাকবে। যদি ২-১ দিন আগে আমাদের জানানো হতো তাহলে আমরা লোকজন রেখে কাজ করতে পারতাম। পূজার ছুটির কারণে আমাদের অনেক স্টাফ বাসায় চলে গেছে, এখন...