প্রযুক্তিনির্ভর এই যুগে কম্পিউটার ছাড়া জীবন প্রায় অচল। অফিসের কাজ থেকে শুরু করে পড়াশোনা কিংবা বিনোদন—সব ক্ষেত্রেই এর ব্যবহার অপরিহার্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে পিসির গতি কমতে শুরু করে। এতে যেমন কাজের গতি ব্যাহত হয়, তেমনি ব্যবহারকারীর ভোগান্তিও বাড়ে। ফোনের মতো ঘন ঘন কম্পিউটার বদলানো সম্ভব না হলেও কিছু সহজ কৌশল মেনে চললে পুরোনো কম্পিউটার আবারও দ্রুত গতিতে কাজ করতে পারে। নতুন কেনা পিসিও যদি ধীরগতির মনে হয়, তবে নিচের টিপসগুলো কাজে লাগাতে পারেন।আরও পড়ুনআরও পড়ুনফোনের ডিলিট হওয়া ছবি ফিরে পাবেন যেভাবে হার্ডডিস্কে জমে থাকা অপ্রয়োজনীয় ফাইল, ইনস্টলার কিংবা অফলাইন ওয়েব পেজও কম্পিউটারকে স্লো করে দেয়। এগুলো মুছে ফেলতে স্টার্ট মেনুতে গিয়ে Disk Cleanup চালু করুন। নিয়মিত ফাইল মুছে ফেললে জায়গা খালি হবে এবং গতি বাড়বে। ইনস্টল করা অপ্রয়োজনীয় অ্যাপ...