টিম রবিনসনের সেঞ্চুরির পরও হারল তার দল নিউজিল্যান্ড। অস্টেলিয়ার পিবক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মিচেল মার্শের ঝড়ো ব্যাটিংয়ে দাপুটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ৪৩ বলে ৯টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৮৫ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা রাখেন। বুধবার নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮১ রান করে স্বাগতিক নিউজিল্যান্ড। সেই রান তাড়া করে ২১ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ১৮২ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ ছিল দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেডের। দুজন মিলে গড়েন ৩৩ বলে ৬৭ রানের জুটি। হেড খেলেন ১৮ বলে ৩১ রান, আউট হন ম্যাট হেনরির বলে। তবে মার্শ থামেননি। ২৩ বলে ফিফটি করে ঝড় চালিয়ে যান। তিন নম্বরে নেমে ম্যাথু...