আসন্ন বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন তামিম ইকবাল। গতকাল রাত থেকে এমন গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। বুধবার (১ অক্টোবর) মনোনয়ন প্রত্যাহার করেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। এ ছাড়া মোট ১৫ জন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তামিমের মতোই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এক্সিউম ক্রিকেটার্স থেকে পরিচালক পদে প্রার্থিতার মনোনয়ন প্রত্যাহার করা ইসরাফিল খসরু। নির্বাচনে সরকারের একটি গোষ্ঠীর হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি বলেন, ‘সরকারের একটি গোষ্ঠী এখানে নগ্নভাবে হস্তক্ষেপ করছে। আপাতত এটুকুই বলতে পারি। আমাদের পুরো...