প্রশ্ন:নতুন পোশাক কেনার পর বা নতুন কাপড় কিনে পোশাক বানানোর পর তা না ধুয়ে পরিধান করে নামাজ আদায় করা যাবে? উত্তর:নতুন পোশাক বা কাপড়ে যদি বাহ্যিক কোনো নাপাকির চিহ্ন দেখা না যায়, তাহলে সেটি না ধুয়ে পরা যাবে এবং ওই পোশাক পরিহিত অবস্থায় নামাজও শুদ্ধ হবে। আর যদি নতুন কাপড়ে নাপাকির চিহ্ন দেখা যায়, তাহলে তা পরিধান করার আগে ধুয়ে পাক-পবিত্র করতে হবে। দেখা যায় না এমন নাপাকি যদি কাপড়ে লাগে, তাহলে নাপাক জায়গা তিনবার ধৌত করে পবিত্র করতে হয়। প্রত্যেকবার ধৌত করার পর কাপড় ভালোভাবে নিংড়াতে হয়। দেখা যায় এমন নাপাক কিছু যেমন মল বা রক্ত যদি কাপড়ে লেগে যায়, তাহলে ওই নাপাকি ধুয়ে ফেললে এবং নাপাকির রঙ ও গন্ধ দূর হয়ে গেলে কাপড় পাক হয়ে যায়। তিনবার ধোয়া...