কাস্টমস কর্মকর্তাদের সরকারি ছুটি বাতিল হওয়ায় বেনাপোল শুল্কভবন ও বন্দরের কাজকর্ম স্বাভাবিক আছে। তবে হঠাৎ দেওয়া ঘোষণায় কর্মকর্তারা উপস্থিত থাকলেও ব্যবসায়ীদের উপস্থিতি ছিল কম। বেনাপোল কাস্টম হাউজের সহকারী কমিশনার তৌওফিকুর রহমান বলেন, বুধবার এবং বৃহস্পতিবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরকারি ছুটি থাকলেও কাস্টমস কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ছুটি বাতিল হওয়ায় সীমিত পরিসরে কাস্টমস ও বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম চালু থাকছে। সরেজমিনে সকালে বেনাপোল কাস্টমস ও বন্দরে ঘুরে দেখা গেছে কাস্টমসের কর্মকর্তাদের ছুটি বাতিল করায় তারা সকলেই অফিসে উপস্থিত থেকে কাজ করছেন। তবে ব্যবসায়ীদের উপস্থিতি না থাকার কারণে রাজস্ব আদায়ের তেমন কোনো কাজ হচ্ছে না। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “হঠাৎ করে কাস্টমস কর্মকর্তা পত্রের মাধ্যমে জানিয়েছেন ছুটির দিনে কাস্টমস ও বন্দর খোলা...