শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সাতক্ষীরায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব-৬। মহালয়া থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত পূজা মণ্ডপ ও মন্দিরগুলোতে সুরক্ষা নিশ্চিত করতে মাঠে রয়েছে র্যাবের টহল দল, কুইক রেসপন্স টিম (কিউআরটি) ও বোম্ব ডিসপোজাল ইউনিট। নিরাপত্তার অংশ হিসেবে শহর ও গ্রামাঞ্চলজুড়ে চলছে টহল, পাশাপাশি ড্রোনের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।বুধবার বিকেলে জেলা কেন্দ্রীয় মন্দির ও উত্তর কাটিয়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন র্যাব-৬ এর অধিনায়ক কমান্ডার মুহাম্মদ শাহাদাত হোসেন। তিনি বলেন, “পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত টহল ও দৃশ্যমান নিরাপত্তার পাশাপাশি সাদা পোশাকে সদস্যরাও দায়িত্ব পালন করছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত।”তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করে আরও বলেন, “কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ র্যাব বা আইন-শৃঙ্খলা বাহিনীকে...