পৃথিবীর উত্তরের আলো অরোরার মতোই জ্বলজ্বল এক ভবঘুরে গ্রহের খোঁজ দিয়েছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এমন এক আবহাওয়ার খবর কল্পনা করুন, যা পৃথিবী থেকে নয়, বরং অদ্ভুত ও একাকী এক গ্রহ থেকে এসেছে। যে গ্রহের কোনো সূর্য নেই, কোনো তারাকে কেন্দ্র করে ঘোরে না। গ্রহটি কেবলই নিঃশব্দে আর নিঃসঙ্গভাবে মহাকাশের অন্ধকারে নিঃসঙ্গ ভেসে বেড়াচ্ছে। নাসার শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে এ দৃশ্যটিই আমাদের উপহার দিয়েছেন ‘ট্রিনিটি কলেজ ডাবলিন’-এর জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের পর্যবেক্ষণের বিষয় ছিল পৃথিবীর সৌরজগতের বাইরের নিকটবর্তী ‘এসআইএমপি-০১৩৬’ নামের এক ভবঘুরে বা তারাহীন গ্রহ। বিস্ময়কর অরোরার দেখা মিলেছে এ গ্রহে, যা দেখতে অনেকটা পৃথিবীর উত্তর মেরুর আলো বা বৃহস্পতি গ্রহে দেখা অতি শক্তিশালী অরোরার দৃশ্যের মতোই বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ। এটি কোনো সাধারণ গ্রহ নয়। আমাদের...