মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের মিরি শহরে বিশেষ অভিযানে এক নিয়োগকর্তাসহ ৩১ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে শহরের বিভিন্ন হটস্পট এলাকায় তল্লাশি চালানো হয়। তবে আটক ব্যক্তিদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। সারাওয়াক জেআইএমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, অপ্স সাপু, অপ্স মাহির, অপ্স বেলাঞ্জা ও অপ্স সেলেরা নামের চারটি সমন্বিত অভিযানে ১৪ জন কর্মকর্তা অংশ নেন। এসময় পাঁচটি স্থানে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে মোট ৩৯...