অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ৩০ এপ্রিল বিদ্যালয়ে যোগদানের পর থেকে তাহেরা সুলতানা নানা কারণে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। এ কারণে তাঁর বিরুদ্ধে একাধিকবার তদন্ত হয়েছে এবং শাস্তি হিসেবে তাঁর একটি বার্ষিক ইনক্রিমেন্টও কর্তন করা হয়। অভিযোগকারীদের দাবি, সর্বশেষ ১ সেপ্টেম্বর থেকে তিনি বিদ্যালয়ে আসছেন না। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ২ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রে গেছেন, যেখানে তাঁর স্বামী ও সন্তান বসবাস করেন। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে উপস্থিত থাকলেও তিনি অধিকাংশ সময় শ্রেণিকক্ষে পাঠদানে অনাগ্রহী ছিলেন এবং মোবাইল ফোনে ব্যস্ত থাকতেন। এতে শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়ছে। অভিযোগে আরও বলা হয়, তাঁর অনুপস্থিতি শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন এক অফিস আদেশে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি...