রোমাঞ্চ ছড়ানো এশিয়া কাপে খেলেননি পাকিস্তানের একঝাঁক তারকা। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো জায়গা হয়নি অভিজ্ঞ শোয়েব মালিকের। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছিলেন শোয়েবের স্ত্রী সানা জাভেদ। সমালোচনার মুখে মতও পরে পাল্টেছেন। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারতের কাছে নাকানিচুবানি খেয়ে হারে পাকিস্তান। দুবাইয়ের ওই ফাইনালের পর জনপ্রিয় অভিনেত্রী দাবি করেন, শোয়েব মালিক থাকলে এমন হার দেখত না পাকিস্তান। সানা তার পোস্টে দাবি করেছিলেন, শোয়েবের অভিজ্ঞতা খেলোয়াড় এবং সমর্থকদের জন্য আশার আলো হিসেবে কাজ করতে পারত। শুধুমাত্র মালিকের উপস্থিতিই জয়ের আত্মবিশ্বাস জাগাতে যথেষ্ট হত। ওই পোস্টটি ভালোভাবে নেয়নি পাকিস্তানের ভক্তরা। তাদের কেউ কেউ পোস্টের পক্ষে কথা বললেও বেশিরভাগ দেখিয়েছেন ক্ষোভ। অভিযোগ ওঠে, পোস্টটি হয়ত শোয়েব মালিক নিজেই করেছেন। এমন সমালোচনার পর চুপ থাকেননি সানা জাভেদ। আরেকটি পোস্টে তিনি পরিষ্কার করেছেন অবস্থান। তিনি ব্যাখ্যা...