টালিউডের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রেমের গুঞ্জন জোরালো হচ্ছে। দুর্গোৎসবের সময় তাদের একসঙ্গে তোলা বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর আলোচনার ঝড় বইছে। শারদীয় দুর্গোৎসবের মণ্ডপে সোমবার (২৯ অক্টোবর) একসঙ্গে তোলা কয়েকটি ছবি সৃজিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর থেকেই দুইজনের চোখাচোখির ছবিটি নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়। কলকাতা সংবাদমাধ্যমের বরাতে ছবিতে তাদের প্রেমময় দৃষ্টির কারণ জানতে চাইলে সুস্মিতা স্পষ্ট জানান প্রেমের ব্যাপারটা গুঞ্জন। তিনি বলেন, আমরা দু’জনে ভীষণ ভালো বন্ধু। বলা যেতে পারে খুব অল্প দিনেই ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি আমরা। যারা এসব বলছেন, তাদের নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই। সৃজিতের নতুন...