মিচেল মার্শের ঝড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি–টোয়েন্টি সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। বুধবার মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম ম্যাচে স্বাগতিকদের ২১ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়েছে সফরকারীরা। অধিনায়ক মার্শ খেলেছেন ৪৩ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস। তাতে ছিল ৯ চার ও ৫ ছক্কার মার। কিউই ব্যাটার টিম রবিনসনের লড়াই ছাপিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারেই ৬ রানে পতন হয় ৩ উইকেটের। টানা দুটি উইকেট তুলে হ্যাটট্রিকের অপেক্ষায় ছিলেন বেন ডারশুইস। কিন্তু চাপের মুহূর্তে একাই ভরসা হয়ে দাঁড়ান টিম রবিনসন। দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৬৬ বলে অপরাজিত ১০৬ রান করেন তিনি। তাতে ছিল ৫টি ছক্কা, ৬টি চারের মার। তার সঙ্গে ড্যারিল মিচেল (৩৪) মিলে গড়েন ৯২ রানের জুটি, যা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টি–টোয়েন্টিতে চতুর্থ উইকেট জুটিতে...