মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার কিউইদের দেওয়া ১৮২ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া পেরিয়ে যায় ২১ বল হাতে রেখে, ৬ উইকেটের বড় জয়ে। অস্ট্রেলিয়ার জয়গাথার নায়ক অধিনায়ক মিচেল মার্শ। মাত্র ৪৩ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংসে মার্শ হাঁকান ৯টি চার ও ৫টি ছক্কা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ জেতাটা খুব গুরুত্বপূর্ণ। অবদান রাখতে পেরে ভালো লাগছে। ’ এর আগে টিম রবিনসনের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ১৮১ রান তোলে নিউজিল্যান্ড। ইনিংসের শুরুতে ৬ রানে ৩ উইকেট হারানো দলকে টেনে তোলেন রবিনসন ও ড্যারিল মিচেল (৩৪)। চতুর্থ উইকেটে দুজন মিলে যোগ করেন ৯২ রান। মাত্র ৬৫ বলে সেঞ্চুরি পূর্ণ করা রবিনসন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০৬ রানে (৬৬ বলে,...