০১ অক্টোবর ২০২৫, ০৪:২০ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৪:২০ পিএম বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় ২ লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট প্রবেশ করানো হচ্ছে বলে দাবি করেছেন প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। আজ বুধবার (১ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এই দাবি করেন। পোস্টে সতর্ক করে প্রবাসী এই সাংবাদিক লিখেছেন, এসকল টাকার কাগজ আর বাংলাদেশের নোটে ব্যবহৃত কাগজ একই হওয়ার কারণে খালি চোখে এমনকি ব্যাংকের যাচাই মেশিনেও এসব নোট জাল হিসেবে চিহ্নিত করা দুরূহ। নিরাপত্তা সুতা সহ হলোগ্রাম প্রিন্ট সবই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে। বিশেষ ব্যবস্থায় দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতে এসকল নোট প্রিন্ট করা হয়েছে বলে বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে। সাংবাদিক জুলকারনাইন...