ঢাকায় অনুষ্ঠিত মহাসমাবেশে শিক্ষক-কর্মচারীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত দাবি পূরণের জন্য সরকারকে সময় দিয়েছেন।ওই সময়ের মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না নিলে তারা ১২ অক্টোবর থেকে অবিরাম আন্দোলনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।আরো পড়ুন:শিক্ষকদের নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রদল নেতার চারিত্রিক সনদ বাতিলইউজিসির অর্থায়নে গবেষণা করবেন ইবির ১৪১ শিক্ষক-শিক্ষার্থী শিক্ষকদের নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রদল নেতার চারিত্রিক সনদ বাতিল ইউজিসির অর্থায়নে গবেষণা করবেন ইবির ১৪১ শিক্ষক-শিক্ষার্থী এ অবস্থায়, শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা শতাংশভিত্তিক বাড়ানোর প্রস্তাব তৈরির সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রস্তাবটি আগামী রবিবার (৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে,...