ইউক্রেইনের দক্ষিণাঞ্চলে সারাদিন ধরে প্রবল বৃষ্টির পর ওদেসা শহরে হড়কা বানে এক পরিবারের পাঁচজনসহ অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। বুধবার জরুরি পরিষেবা জানিয়েছে, উঁচু এলাকা নেমে আসা পানির প্রবল ধারা ওই পরিবারটির সদস্যদের তাদের ফ্ল্যাট থেকে ভাসিয়ে নিয়ে যায়। টেলিগ্রাম অ্যাপে জরুরি পরিষেবা জানিয়েছে, তাদের টিমগুলো প্রায় ৩৬২ জন মানুষকে উদ্ধার করতে রাতভর কাজ করেছে এবং ভবনগুলো থেকে পাম্প করে পানি সরিয়েছে। রয়টার্স জানিয়েছে, জরুরি পরিষেবা লোকজনকে উদ্ধার করার কিছু ছবিও পোস্ট করেছে। সেগুলোতে দেখা গেছে, উদ্ধারকারীরা পানিতে আটকা পরা একটা বাস থেকে আরোহীদের সরিয়ে নিচ্ছেন। অন্য ছবিগুলোতে তাদের ডুবে যাওয়া গাড়ি উদ্ধার করতে দেখা গেছে। জরুরি পরিষেবা বলেছে, “এখন পর্যন্ত একটি শিশুসহ নয়জনের মৃত্যুর কথা জানা গেছে।” জরুরি পরিষেবার ওদেসা অঞ্চলের মুখপাত্র মারিনা আভয়েরিনা ইউক্রেইনীয় টেলিভিশনকে জানিয়েছেন, পাঁচজনের এক পরিবার...