০১ অক্টোবর ২০২৫, ০৪:১৮ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পিএম শুরুর ধাক্কা সামলে দলকে একাই টানলেন টিম রবিনসন। দুর্দান্ত ব্যাটিংয়ে এই টপ অর্ডার তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। দল পেল লড়াকু সংগ্রহ। তবে লড়াইটা জমাতে পারলেন না বোলাররা। আরও স্পষ্ট করে বললে জমাতে দিলেন না মিচেল মার্শ। অধিনায়কের বিধ্বংসী ইনিংসে স্বাগতিক নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল অস্ট্রেলিয়া। মাউন্ট মঙ্গানুইয়ে বুধবার চ্যাপেল-হ্যাডলি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ১৮২ রানের লক্ষ্য তারা পূরণ করে ২১ বল হাতে রেখেই। মাউন্ট মঙ্গানুইয়ে রান তাড়ায় জয়ের স্রেফ দ্বিতীয় ঘটনা এটি। প্রথমটি ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে। পরে ব্যাট করেও বৃষ্টি আইনে ম্যাচটি ১৭ রানে জেতে কিউইরা। ৬ রানে ৩ উইকেট হারানো কিউইদের কক্ষপথে ফেরানো রবিনসন খেলেন ৬৬ বলে ৫টি...