সাতক্ষীরা: সাতক্ষীরায় ধর্মীয় শিক্ষা প্রসারে আরো এক ধাপ এগিয়ে নিতে যাত্রা শুরু হল আনওয়ারুল কুরআন মডেল মাদ্রাসার। বুধবার (১ অক্টোবর) সকাল ১০ টায় শহরের পলাশপোল চৌধুরীপাড়া এলাকায় আনওয়ারুল কুরআন মডেল মাদ্রাসার কুরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ আনওয়ারুল ইসলাম 'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. মাওলানা রুহুল আমীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা শাহাদাত হুসাইন।এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুফতি মাওলানা হেকিম এম. এ খায়ের, জাতীয় ইমাম সমিতির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, দক্ষিণ পলাশপোল বায়তুত তাকওয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ এম হাফিজুর রহমান, জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ...