আজ ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। জাতিসংঘ ১৯৯০ সালে সিদ্ধান্ত নেয় যে প্রতি বছর এই দিনে প্রবীণ মানুষদের অবদান, অধিকার, সম্মান ও কল্যাণ সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে। এ বছর এই দিবসের মূল প্রতিপাদ্য হলো- ‘প্রবীণরা স্থানীয় ও বৈশ্বিক কর্মকাণ্ডের চালক : আমাদের আকাঙ্ক্ষা, আমাদের সুস্থতা ও আমাদের অধিকার’। এই ভাবনাটি মূলত বলছে যে, প্রবীণরা শুধু সেবা গ্রহণকারী নন, বরং তারা স্থানীয় ও বিশ্বজুড়ে বিভিন্ন কাজে সক্রিয় ভূমিকা রাখতে পারেন। তাদের চাহিদা, স্বপ্ন ও অধিকারকে গুরুত্ব দিয়ে সমাজ ও নীতিনির্ধারণের কাজে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এই প্রতিপাদ্যটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আজ বিশ্বের অনেক দেশেই প্রবীণ মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। ফলে তাদের সুস্বাস্থ্য, প্রয়োজনীয় সেবা, সামাজিক অংশগ্রহণ ও মানবাধিকার রক্ষার প্রশ্নগুলো আরও জোরালো হয়েছে। প্রবীণরা শুধু অতীত অভিজ্ঞতা বা স্মৃতির বাহক...