মাদারীপুর: মাদারীপুরে আইকনিক কেয়ার পয়েন্ট অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে পৌরসভার মসজিদের সামনে অবস্থিত এ ঘটনা ঘটে।আইকনিক কেয়ার পয়েন্টের পরিচালক জানান, অজ্ঞাত চোরেরা অফিসের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ ৫০ হাজার টাকা ও দুটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এছাড়া অফিসের আসবাবপত্র ভেঙে চুরমার করে ফেলে রেখে যায়। পূজোর ছুটিতে আইকনিক কেয়ার পয়েন্ট এর আয়োজনে কক্সবাজার ভ্রমনে যাওয়ার কথা ছিল। ভ্রমনের উপহার সামগ্রী সহ অন্যান্য প্রস্তুতি সামগ্রী অফিসে রাখা ছিল। এই ঘটনায় আইকনিক কেয়ার পয়েন্ট কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে চোরদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, আমরা চরির ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে...