মার্কিন সেনাবাহিনীতে ‘মোটা’ জেনারেল ও বৈচিত্র্যনীতির (বিভিন্ন জাতি-গোষ্ঠীর উপস্থিতি নিশ্চিতকরণ) কড়া সমালোচনা করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, এসব কারণেই কয়েক দশক ধরে সেনাবাহিনী দুর্বল হয়ে পড়েছে। তিনি সবাইকে সতর্ক করে বলেন, তার অ্যাজেন্ডা অনুসরণ করতে না পারলে, সম্মান রক্ষার্থে কর্মকর্তাদের পদত্যাগ করাই শ্রেয়। হেগসেথ বলেন, পেন্টাগনের করিডোরে মোটা জেনারেল ও অ্যাডমিরালদের উপস্থিতি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি জানান, শারীরিক সক্ষমতার সব মানদণ্ড পুরুষদের জন্য নির্ধারিত হবে এবং শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দাঁড়িওয়ালাদের আর কোনও স্থান নেই। ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সেনা কর্মকর্তাদের ওই সমাবেশে হেগসেথের সঙ্গে যোগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনারেল ও অ্যাডমিরালদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে কয়েকটি মার্কিন শহরকে ‘সামরিক প্রশিক্ষণের ক্ষেত্র’ হিসেবে ব্যবহার করার প্রস্তাব দেন ট্রাম্প। এভাবে দেশের প্রতিরক্ষাবাহিনীর...