গত কয়েকদিনের ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে যে ভয় ও উৎকণ্ঠা কাজ করছিল, তা কমতে শুরু করেছে। তবে এখনো পুরোপুরি স্থির হতে পারেননি স্থানীয়রা। জেলার সদর, পৌর এলাকা ও গুইমারায় এখনো বলবৎ রয়েছে ১৪৪ ধারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে পর্যায়ক্রমে এ ধারা প্রত্যাহার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর রয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ টহল অব্যাহত আছে। গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট, যেখানে চলছে কড়াকড়ি তল্লাশি। এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। অন্যদিকে, সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা কর্মকর্তারা। তারা জানিয়েছে, অপরাধীদের ছাড় দেওয়া হবে...