বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনেক পরিচালকই নির্বাচিত হয়ে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। মনোনয়নপত্র দাখিল করা ৫০ জনের মধ্যে ১৬ জন প্রত্যাহার করে নিয়েছেন প্রার্থীতা। ক্লাব ক্যাটেগরির ৩০ জনের মধ্যে ১৩ জনই সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। তাদের একজন, এক্সিউম ক্রিকেটার্সের এই কাউন্সিলর ইসরাফিল খসরু বললেন, সরকারের সরকারের একটি গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে তাদের এই সিদ্ধান্ত। বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় ছিল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা। গত কিছুদিনের নানা গুঞ্জন ও নাটকীয়তার পথ ধরে শেষ পর্যন্ত মনোনয়নপত্র তুলে নেন তামিম ইকবালসহ ১৬ জন। পাতানো নির্বাচনের অভিযোগ তুলে তামিম বলেন, “আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করবেন।” এই নির্বাচনের বিসিবির জন্য একটি কালো দাগ হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি। নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের...