০১ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৪:০৪ পিএম কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতের চেস্ট ডিজিজ হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশির নাগরিকদের খোঁজখবর নিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কুয়েতের চেস্ট ডিজিজ হাসপাতাল পরিদর্শন করেন রাষ্ট্রদূত। কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানায়, মঙ্গলবার রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতের চেস্ট ডিজিজ হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি উক্ত হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা এবং তাদের সার্বিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। সালথার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি সুলাইমান এই প্রথম ভারতের ধনকুবেরদের তালিকায় স্থান পেলেন শাহরুখ খান দেশের শত্রুদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে: শিবির সভাপতি কলাপাড়ায় সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ে অভিযোগ বক্স স্থাপন! ডুমুরিয়ার কৃষকের উদ্ভাবনী চাষ...