প্রবীণদের জন্য আলাদা সুযোগ-সুবিধার প্রয়োজনীয়তা তুলে ধরে অধ্যাপক জাহিদ বলেন, আমাদের রাষ্ট্র যদি আজকে বয়স্ক ভাতা দেয়, আজকে যদি বিধবাদের ভাতা দেয়, আজকে যদি মুক্তিযোদ্ধাদের সন্মানজনক ভাতা দেয় তাহলে বয়স্কদের জন্য আলাদা উইন্ডো করা, আলাদা সুযোগ-সুবিধা করা এটার জন্য খালি চিন্তা দরকার এটার জন্য খুব বেশি ফিন্যান্সিয়াল রিসোর্স মোবিলাইজ করতে হবে নট নেসেসারি। আপনার যে লাখ লাখ কোটি বিলিয়ন বিলিয়ন যা শুনি আর কি অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য যেটি বলছেন যে, এত বিলিয়ন চলে গেছে দেশের বাইরে, এত বিলিয়নের তো দরকার নেই আমাদের, অল্প বিলিয়ন হলে অর্থাৎ ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা যদি প্রপারলি আমরা করতে পারতাম এবং আমরা যদি প্রজেক্ট করতে পারতাম, প্রবীণদের যদি একুমেডেটেড করতে পারতাম তাহলে তাদের সেবা করা হতো- এটা করা উচিত।‘আজহার-শফিক ফাউন্ডেশন’-এর সভাপতি একেএম...