কিশোরগঞ্জ অষ্টগ্রাম সদর ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেছেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আমরা সবাই মিলেমিশে বসবাস করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের পক্ষ থেকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহায়তা তুলে দেওয়ার পর তিনি এব কথা বলেন। অষ্টগ্রামে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু একজন মূলধারার রাজনৈতিকবিদ এবং দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। স্থানীয়রা মনে করছেন, ধর্মীয় উৎসবে সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করলে সমাজে শান্তি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়। এ ধরনের উদ্যোগ শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করে না, বরং স্থানীয় উন্নয়ন ও সামাজিক সহযোগিতার পথও প্রশস্ত করে। হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন উৎসবে বাবু চেয়ারম্যান আর্থিক সহায়তায় ছাড়াও অন্যান্য সহযোগী করে থাকেন এই জন্য ওনার স্থানীয় ভাবে এতো জনপ্রিয়তা। এ বিষয়ে...