ধারাবাহিক পারফরম্যান্সে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন আভিশেক শার্মা। এই সংস্করণে সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ড গড়েছেন ভারতীয় ওপেনার। অলরাউন্ডারদের মধ্যে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন পাকিস্তানের সাইম আইয়ুব। পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টিতে আভিশেকের রেটিং পয়েন্ট এখন ৯২৬। তিনি ভেঙে দিয়েছেন পাঁচ বছর আগে দাভিদ মালানের গড়া সবচেয়ে বেশি রেটিং পয়েন্টের রেকর্ড। ২০২০ সালে ইংলিশ ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট ছিল ৯১৯।...