নিজস্ব প্রতিবেদক : ১৯৫৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র চাঁদকে পারমাণবিক বোমা মেরে উড়িয়ে দিতে চেয়েছিল। ভয়াবহ এই পরিকল্পনার গোপন তথ্য ফাঁস হওয়ার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় শুরু হয়। সেই সময় যুক্তরাষ্ট্রের কাছে মনে হচ্ছিল যে, রাশিয়ার তুলনায় তারা মহাকাশ জয়ের দৌড়ে পিছিয়ে পড়ছে। তাই চাঁদের বুকে বোমা ফাটিয়ে এমন মাশরুম ক্লাউড তৈরি করার পরিকল্পনা ছিল। এর উদ্দেশ্য ছিল সারা বিশ্বে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করা এবং তৎকালীন রাশিয়াকে ঘাবড়ে দেওয়া। এই প্রকল্পের প্রধান ছিলেন মার্কিন পদার্থবিজ্ঞানী ড. লিওনার্ড রাইফেল। ৭৩ বছর বয়সী এই বিজ্ঞানী সম্প্রতি একটি মার্কিন পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে বিষয়টি খোলাসা করেন। তিনি জানান, ১৯৫৮ সালের দিকে এই গোপন পরিকল্পনা শুরু হয়েছিল এবং এর নাম ছিল 'এ স্টাডি অফ লুনার রিসার্চ ফ্লাইট' অথবা 'প্রোজেক্ট এ-১১৯'। ড. রাইফেল বলেন যে, চাঁদকে...