গুগল প্লে স্টোর:এই পদ্ধতিতে ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া সম্ভব। এরজন্য গুগল প্লে স্টোর থেকে একটি ফটো রিকভারি অ্যাপ ডাউনলোড করতে হবে। অনেক ধরনের ফটো রিকভারি অ্যাপ আছে প্লে স্টোরে। সব অ্যাপ আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে না। তাই যেসব অ্যাপের ডাউনলোড বেশি, তেমন একটি অ্যাপ ডাউনলোড করুন। যেমন DiskDigger, EaseUS MobiSaver, বা Dr.Fone এর মতো ফাইল রিকভারি অ্যাপ ডাউনলোড করতে পারেন। ইন্সটল করা অ্যাপের মাধ্যমে রিকভারি ধাপগুলো অনুসরণ করে খুব সহজে আপনার ডিলিট হওয়া ছবি ফিরে পেতে পারেন। স্মার্টফোনে নানা মুহূর্তের ছবি অনেকেই তুলে রাখি। স্মৃতি জমা করি। কিন্তু অনেক সময় এসব অসতর্কতার কারণে ডিলিট হয়ে যায়। কখনও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইচ্ছাকৃতভাবে ডিলিট করা যেকোনো ছবি। তবে চাইলেই স্মার্টফোন থেকে মুছে ফেলা ছবি উদ্ধার করা যায়। আপনার ফোনের...