জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ছাত্রশিবিরের দিকে ইঙ্গিত করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে। আমি ব্যক্তিগতভাবে জেনেছি, একটি গুপ্ত সংগঠন গত ১৫ বছর ধরে গোপনে রাজনীতি করেছে। তারা নির্বাচনে ভোটকেন্দ্রে ডিজাইনিং করছে— তাদের লোকজনকে ব্যাংক, বীমা, কলেজ, স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির আড়ালে রেখেছে। এখন তারা পোলিং অফিসার ও প্রিসাইডিং অফিসার হিসেবে তাদের নিয়োগের চেষ্টা করছে। এভাবে নির্বাচনকে প্রভাবিত করার জন্য তারা উঠেপড়ে লেগেছে। বুধবার সকালে রাজধানীর কলাবাগান প্রধান সড়কে ঢাকা-১০ আসনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের নেতাদের উদ্যোগে ‘দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে আধুনিক পরিকল্পনা গ্রহণ এবং কার্যকর বাস্তবায়নের দাবি’ নিয়ে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে...